ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৩ ১৪৩১

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৩০ এপ্রিল ২০২৩ রবিবার

রোববার সকাল থেকেই এসএসসি ও সমমান পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্রের ব্যবস্থা করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডুর তত্ত্বাবধানে প্রায় ২০টি কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও তথ্যসেবা প্রদান করা হয়।

এ ব্যাপারে সজল কুণ্ডু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা'র 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।

পরীক্ষা কেন্দ্রে নানা ধরনের বিড়ম্বনার শিকার হয় পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে সিট খুঁজে পাওয়া, হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও অবিভাবকদের সহায়তা প্রদানের জন্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে এই শিক্ষার্থী সহায়তা ও তথ্যসেবা প্রদান করা হয়েছে। আমাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রগতিশীল, মেধাভিত্তিক ও অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাবে বাংলাদেশ ছাত্রলীগ।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসবি/