সুদানের সামরিক বাহিনীর দুই দলের তীব্র লড়াই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪০ এএম, ১ মে ২০২৩ সোমবার
সুদানের রাজধানী খার্তুমে যুদ্ধবিরতি ভেঙে পড়ায় দেশটির সামরিক বাহিনীর দুই দলের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে।
রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সদর দপ্তরের চারদিকে লড়াই চলছে। এছাড়া নীল নদের অপর পারের ওমদারমান শহরে সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। সরকারি বাহিনী বলছে, তারা চারদিক থেকে রাজধানীর ওপর আক্রমণ চালাচ্ছে।
পাশাপাশি বিমান হামলা ও ভারী কামানের গোলাবর্ষণ করে তাদের প্রতিপক্ষ আধাসামরিক বাহিনীকে শহর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। একটি বড় তেল শোধনাগারের কাছে আরএসএফের অবস্থানের ওপর সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে।
শহরের লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘরে বন্দি এবং তাদের খাদ্যের মজুদও কমেছে।
এসবি/