ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৬ মে ২০২৩ শনিবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ৬ মে ২০২৩ শনিবার

নওগাঁয় মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। একইসঙ্গে দুটি প্রিয় মানুষের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার এবং আত্মীয়স্বজনের মাঝে।  

শুক্রবার (৫ মে) রাতে তাদের মৃত্যুর ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার বিলগরিয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৯৫) এবং তাদের মেয়ে জিন্নাতুন নেছা (৫৫)।  

নওগাঁ শহরের জনকল্যাণ মহল্লার বাসিন্দা জিন্নাতুন নেছার স্বামী মোজাম্মেল হক জানান, শাশুড়ী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার দুপুরে সংবাদ আসে তিনি মারা গেছেন। মৃত্যুর সংবাদটি শোনার পরে আমার স্ত্রী জিন্নাতুন নেছা অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টার দিকে মৃত্যু ঘোষণা করেন।  

তিনি আরও জানান, আমার স্ত্রী তার মায়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেননি। শাশুড়ীর জানাজার নামাজ নিজ বাড়ি আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আর জিন্নাতুন নেছাকে আমার গ্রামের বাড়ি আত্রাই উপজেলার সাহেবগঞ্জ মোল্লাপাড়া গ্রামে রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এদিকে এমন একটি হৃদয়বিদারক ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেননা আত্মীয়-স্বজনরা।

এএইচ