ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

যুক্তরাষ্ট্রের শপিংমলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ৭ মে ২০২৩ রবিবার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের কাছে একটি শপিংমলে বন্দুকহামলায় শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। পরে, পুলিশের গুলিতে মারা যায় হামলাকারী।

শনিবার উত্তর ডালাসে এই ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বয়স ৫ বছর থেকে ৬১ বছরের মধ্যে।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, শত শত ক্রেতা দুই হাত উঁচু করে শপিংমল ত্যাগ করছেন। 

নিরাপত্তাকর্মীরা জানান, তারা কমপক্ষে ৩০টি গুলির শব্দ শুনেছেন। পাশাপাশি মাটিতে প্রায় ৬০ রাউন্ড গুলি দেখেছেন। 
ডালাস অঞ্চলের চিকিৎসকরা বলছেন, তারা ভুক্তভোগীদের চিকিৎসা প্রদান করছেন। 

পুলিশ দ্বিতীয় আক্রমণকারীর অনুসন্ধান করছিল। কিন্তু পরে তারা নিশ্চিত হয়েছেন, হামলাকারী একাই ছিল।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনাকে ‘ট্র্যাজেডি’ বলে অভিহিত করে এক বিবৃতিতে বলেছেন যে, স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনও সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

এএইচ