দেশের ফুটবলে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা (ভিডিও)
আকাশ উজ্জামান, একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৬ এএম, ৭ মে ২০২৩ রবিবার
বাফুফের অনিয়ম, দুর্নীতির সাথে কর্মকর্তাদের বেফাঁস মন্তব্যে দেশের ফুটবলের ভবিষ্যত নিয়ে শংকিত সাবেক ফুটবলাররা। তারা বলছেন, এভাবে চলতে থাকলে ফিফা বাংলাদেশের ফুটবলকেই নিষিদ্ধ করে কি-না তা নিয়েও শঙ্কা জাগে। বাফুফের এই সঙ্কটে খেলোয়াড়রাই সবচেয়ে ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য সাবেকদের।
অর্থ সংকট দেখিয়ে সাফজয়ী মেয়েদের অলিম্পিক বাছাইপর্বে না পাঠানো নিয়েই বিতর্কের শুরু। এরপর অনিয়ম-দুর্নীতির দায়ে সাধারণ সম্পাদক আবু-নাইম সোহাগের নিষেধাজ্ঞা প্রশ্নের মুখে দাঁড় করায় ফুটবল ফেডারেশনকে।
সম্প্রতি সাংবাদিকদের নিয়ে সভাপতি সালাহউদ্দিন আর সহ-সভাপতি নাবিলের মন্তব্যে বাফুফে নেতৃত্বের মান নিয়ে বড়সর প্রশ্ন সামনে এনেছে।
বর্তমান নেতৃত্বে র্যাঙ্কিং গিয়ে ঠেকেছে ১৯২তে। সাফে নেই সাফল্য। সামনেই সাফ ফুটবল। পরিকল্পনা কি কিছু আছে? তারপরও গলা ফাটাচ্ছেন কর্মকর্তারা। এ যেনো চোরের মায়ের বড় গলা।
সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি বলেন, “সামনে যেহেতু সাফ ফুটবল রয়েছে কিন্তু এ নিয়ে কোনো প্ল্যান দেখছিনা। যদিও এবারের সাফ ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে শক্তিশালী কিছু দল অংশগ্রহণ করবে কিন্তু সাফ নিয়ে কোনো প্রোগ্রাম নাই। সুতরাং এটা ধরে নেওয়া যায় যে, এবার সাফে বাংলাদেশ দল তেমন ভালো কিছু করতে পারবে না। ফুটবল ফেডারেশনের কর্মকাণ্ড দেখেই তা বোঝা যাচ্ছে।”
দুর্নীতি-অনিয়ম আর কর্মকর্তাদের খামখেয়ালিপনায় ক্ষতি হচ্ছে ফুটবলের।
এমিলি বলেন, “যে অনিয়ম চলছে তা ইতিমধ্যে বাংলাদেশের ফুটবলে বড় ধরনের প্রভাব ফেলেছে। সবার মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে, দেশের ফুটবলে এই ধরনের কাজগুলো অনেকদিন ধরেই চলছে। যার জন্য ফুটবল একটা শঙ্কার মধ্যে পড়ে গিয়েছে। এটা দেশের ফুটবলের জন্য খুবই খারাপ হচ্ছে এবং ভবিষ্যতে এটা কোথায় গিয়ে দাঁড়াবে তা সময় বলে দিবে।”
সামনে ব্যস্তসূচি, তাই ভালো ফল পেতে ফুটবলারদের নিয়ে ভাবার অনুরোধ সাবেকদের।
এএইচ