ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

পেরুর স্বর্ণ খনিতে আগুন লেগে নিহত ২৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩ এএম, ৮ মে ২০২৩ সোমবার

পেরুর দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকার এক স্বর্ণ খনিতে আগুন লেগে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা।

রোববার এ খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

আরেকুইপা অঞ্চলে এস্পারেঞ্জা ওয়ান খনিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি পুলিশ ও পাবলিক প্রসিকিউটর কার্যালয় নিশ্চিত করেছে।

প্রসিকিউটর জিওভানি মাতোস বলেছেন, খনির ভেতরে ২৭টি লাশ পাওয়া গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, খনির টানেলে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। নিহতরা এ সময়ে খনির একশ’ মিটার গভীরে ছিল।

উদ্ধারকারী দল মৃতদেহ সরানোর আগে খনির নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

মাতোস বলেন, খনির ভেতরে কেউ বেঁচে আছে বলে জানা যায়নি। সেই সঙ্গে ভেতরে ঠিক কতজন ছিল তাও নিশ্চিত নয়।

এএইচ