ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

টেক্সাসের অভিবাসী কেন্দ্রের বাইরে গাড়ির ধাক্কায় নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৮ মে ২০২৩ সোমবার

টেক্সাসের দক্ষিণে রোববার একটি অভিবাসী সহায়তা কেন্দ্রের বাইরে একটি বাস স্টপেজে অপেক্ষমাণ একটি দলের ওপর একটি গাড়ি উঠে পড়লে সাতজন নিহত ও  বেশ ক’জন আহত হয়েছেন। পুলিশ এ কথা জানায়।

আইন প্রয়োগকারী সংস্থা জানায়, ঘটনাটিকে আপাতত দুর্ঘটনা হিসেবে বিবেচনা করলেও একজন প্রত্যক্ষদর্শী এএফপি’কে বলেন চালক দ্রুত গতিতে যাওয়ার অপেক্ষামাণ দলের ওপর গাড়ি উঠিয়ে দিলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিন স্যান্ডোভাল এএফপি’কে বলেছেন, ধূসর স্পোর্ট ইউটিলিটি গাড়িটি রাজ্যের দক্ষিণতম প্রান্তে অবস্থিত সীমান্ত শহর ব্রাউন্সভিলে থেকে সকাল সাড়ে ৮টায় (গ্রিনীচ মান সময় ১৩৩০টায়) সিগন্যাল উপেক্ষা করে অনেক লোকের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়। তিনি বলেন, সাতজন মারা গেছেন এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাহুতে আঘাতপ্রাপ্ত লুইস হেরেরা এএফপি’কে বলেন, দুর্ঘটনাটি হঠাৎ করে ঘটে। ‘তিনি বলেন, একজন নারী একটি গাড়িতে চড়ে এসে আমাদের রাস্তা থেকে সরে যেতে সতর্ক করে।’

সূত্র: বাসস

এসবি/