ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

কৃষকের ধান কেটে দিল হাবিপ্রবি ছাত্রলীগ

হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৮ মে ২০২৩ সোমবার

কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। 

সোমবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের সাথীপুর গ্রামের দরিদ্র কৃষক সুভাষ চন্দ্রের ২০ শতাংশ জমির ধান কেটে দেন তারা। 

সুবিধাভোগী কৃষক সুভাষ চন্দ্র বলেন, আমি গরিব মানুষ, এতোগুলো ধান কাটতে গেলে আমার টাকা খরচ হতো। আমার ভালোই উপকার হলো, ছাত্রলীগকে ধন্যবাদ।

এসময় সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম রনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমরা দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। বেশ ভালো লেগেছে। ভবিষ্যতেও কেন্দ্রীয় ছাত্রলীগের যে কোন নির্দেশনা মানতে আমরা বদ্ধ পরিকর। 

উক্ত কর্মসূচিতে ছাত্রলীগের ইলিয়াস দেওয়ান, সাব্বির মাহমুদ শুভ, মশিউর রহমান মোমিন, জুয়েল রানা, মুন্না , বকুলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব আহ্বান ও অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, ‘ছাত্রলীগের সংকল্প, অতীতের ন্যায় এ বছরও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে।’

এএইচ