ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নাৎসী বাহিনীর মতোই রাশিয়া পরাজিত হবে: জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২২ পিএম, ৮ মে ২০২৩ সোমবার | আপডেট: ০৩:৩১ পিএম, ৮ মে ২০২৩ সোমবার

প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, দ্বিতীয় বিশ^যুদ্ধে জার্মানীর নাৎসী বাহিনীর মতোই রুশ বাহিনী পরাজিত হবে।

ভিক্টরি ইন ইউরোপ ডে স্মরণে জেলেনস্কি সোমবার এ অঙ্গীকার করেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, আধুনিক রাশিয়া যে সকল পুরনো অশুভকে ফিরিয়ে এনেছে তা নাৎসীবাদের মতোই পরাজিত হবে।
তিনি আরো বলেন, আমরা তখন যেমন সকলে মিলে মন্দকে ধ্বংস করেছিলাম, এখনও একইরকম এক হয়ে অশুভকে ধ্বংস করছি।

সূত্র: বাসস

এসবি/