যুক্তরাষ্ট্রে বর্ণিল ফুলের পাঠশালা গড়েছেন বাঙালি প্রকৌশলী (ভিডিও)
অখিল পোদ্দার, যুক্তরাষ্ট্র থেকে
প্রকাশিত : ০১:১৯ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার
বর্ণিল ফুলের পাঠশালা গড়েছেন যুক্তরাষ্ট্রের বাঙালি প্রকৌশলী। অরেগনের বড় শহর পোর্টল্যান্ডের এ গ্রিন হাউস প্রকল্পে ৩৫০ প্রজাতির ফুলের চাষ হচ্ছে। ইতোমধ্যে ফুলের বিক্রি আর সুনাম ছড়িয়ে পড়েছে আমেরিকার বিভিন্ন স্টেটে।
ইনটেল আর নাইকির শহর অরেগনের পোর্টল্যান্ডকে ডাকা হয় রোজ সিটি নামে। ছিমছাম ছোট্ট এ শহরের উপকণ্ঠ করনিলিয়াসে বিশাল জায়গা জুড়ে হরেক প্রজাতির ফুলের রাজ্য। পরাগায়ন থেকে ফুল ফোটা অব্দি পরিচর্যাও চলছে নিউ লিফ নামের খামারবাড়িতে। গোলাপের শহরে এবার বহু বর্ণিল ফুলের পাঠশালা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন বাঙালি প্রকৌশলী।
অরেগন খান প্রপার্টিস গ্রুপের কো-ফাউন্ডার ও সিইও মাসুদুর রহমান খান বলেন, “এখানে লোকজন আসবে এডুকেশন করতে, স্কুল থেকে আসবে বাচ্চারা। তাদেরকে প্ল্যান্টিং ও গার্ডেনিং শেখানো হবে। বাচ্চারা বোটানিংক্যাল শিখবে, তারা ন্যাচারারের সাথে কানেক্টক হবে। এখানে টিম বিল্ডিং অ্যাকটিভিটিজ থাকবে।”
গ্রিন হাউজের গবেষকেরা বলছেন, উদ্যোগটি পুরোপুরি সফল হলে দুনিয়াজোড়া ফুলের সৌন্দর্যের পীঠস্থান হবে অরেগনের পোর্টল্যান্ড।
খান প্রপার্টিস গ্রুপের বিক্রয় ও অপারেশন প্রধান মুনিসা কোমিলোভা বলেন, “বহু বর্ণিল ফুলের বংশবিস্তার আর সৌন্দর্য ছড়িয়ে দিতে আমরা সবাই মিলে কাজ করছি। আশা করছি, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব।”
পোর্টল্যান্ড নিউ লিফ গ্রিন হাউসের সহকারি সুপারভাইজার হোজে লুইস বলেন, “কিছুদিনের মধ্যেই এখানে শিক্ষার্থীরা আসবে। ফুলের জন্ম থেকে শুরু করে নানান বর্ণ কিভাবে ধারণ করে তা তারা জানবে। ভবিষ্যতে বিখ্যাত প্রতিষ্ঠান হবে এটি।”
আমেরিকার বিভিন্ন স্টেটের সুপার শপে বিক্রি হচ্ছে অরেগনের ফুল।
টেক্সাস চেক পয়েন্ট চেইন শপের সিইও গোলাম ফারুক পারভেজ বলেন, “এখানে অনেক ফুল বিক্রি হয়। জন্মদিন ও বিভিন্ন অকেশনের ফুল কিনে থাকেন ক্রেতারা। একেকটা ফুল ৩ ডলার থেকে ৯ ডলারে বিক্রি হয়। এই ফুলগুলো ক্রেতারা পছন্দও করেন।”
নিউ লিফ গ্রিন হাউস কনসালটেন্ট জিনজার স্টিল বলেন, “ফুলের মতো পবিত্র বিষয় নিয়ে কাজ করছেন ইঞ্জিনিয়ার মি. খান। ৩ বছর পর এই ফার্ম হাউজ ফুলের রাজ্যে অপরাজিতা হবে।”
বুয়েটের পড়ালেখা শেষে টেক্সাসের আর্লিংটন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা করেছেন প্রকৌশলী মাসুদুর রহমান খান। ব্যতিক্রমী সৌন্দর্যচ্ছটায় বিখ্যাত গ্রিন হাউসকে শিগগিরই নান্দনিক প্রতিষ্ঠানে রূপ দিতে চান শিগগিরই।
প্রায় বাংলাদেশের সমান আমেরিকার অঙ্গরাজ্য অরেগনে আরেক খণ্ড বাংলাদেশকে তুলে ধরেছেন মাসুদুর খান। একশ’ একর জায়গার উপর সাজিয়েছেন তার গ্রীন হাউজ প্রজেক্ট। যেখানে শত শত প্রজাতির ফুল আর ফুল গাছের চারা কিনতে ভিড় করেন বাঙালিসহ লাখ লাখ আমেরিকান ও অন্যান্য দেশিরা। আর বাংলাদেশির এই উদ্যোগকে প্রশংসা করছেন সবাই।
এএইচ