ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ব্রিটিশ জনগণকে ধন্যবাদ জানালেন রাজা তৃতীয় চার্লস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার

রাজা তৃতীয় চার্লস সম্ভাব্য সর্বশ্রেষ্ঠ রাজ্যাভিষেক উপহার দেয়ার জন্যে ব্রিটিশ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

রাজ্যাভিষেকের আয়োজন তিনদিন ধরে উদযাপন শেষে সোমবার তিনি এ ধন্যবাদ জানালেন। খবর এএফপি’র।

এক লিখিত বিবৃতিতে চার্লস বলেছেন, আমাদের প্রতি আপনাদের উৎসাহ ও সমর্থন দেখে, বিভিন্ন উপায়ে আপনাদের উদারতা প্রত্যক্ষ করে এ রাজ্যাভিষেককে সম্ভাব্য সর্বশ্রেষ্ঠ উপহার মনে হয়েছে।

উল্লেখ্য, রাজা তৃতীয় চার্লস শনিবারের রাজ্যাভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন। ব্রিটেনে গত সাত দশকে প্রথম এ রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছে।

ব্রিটেনের পাশাপাশি কমনওয়েলথভুক্ত ১৪টি দেশের রাজা হলেন চার্লস।

ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তার রাজ্যাভিষেকে বিশে^র প্রায় একশ’ দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিগণ যোগ দেন।

কেআই//