ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

লালন আখড়ার সাধুসঙ্গে হামলাকারী গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫০ এএম, ১০ মে ২০২৩ বুধবার

নরসিংদীর বেলাবতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ভাংচুরের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলেন এই তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ।

এসময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, গত রোববার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামের লালন সঙ্গীতের আখড়ায় লালন সংগীত চর্চার সময় হামলার ঘটনা ঘটে। বিষয়িট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ঘটনা তদন্তে নামে পুলিশ। 

তদন্তে বেরিয়ে আসে মদ্যপান অবস্থায় আখড়ায় গেলে লালন সঙ্গীত শিল্পীরা শাহীন শেখ, জাহাঙ্গীর শেখ, শরীফ শেখ, ফজুর শেখসহ কয়েকজনকে বের করে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ৬ থেকে ৭ জন মাতাল অবস্থায় সেখানে হামলা চালিয়ে মারধোরের পাশাপাশি একতারা, ডুগি, হাতবাড়া, খমক, দোতারা, সারিন্দা, তবলা উকুলেলে, গিটার, বাঁশিসহ সব বাদ্যযন্ত্র ভাঙচুর করে ও সাধুদের তাড়া করে।

এ ঘটনায় মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে অভিযুক্ত শেখ জাহাঙ্গীরকে বেলাব উপজেলার ভাবলা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ ঘটনায় অভিযুক্ত অন্যদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে, প্রাথমিক তদন্তে বিষয়টি নিছক মধ্যপানকে কেন্দ্র করেই ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ