ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

রাশিয়া-ইউক্রেন শষ্যচুক্তি নবায়ন না হলে খাদ্য সংকটে পড়বে বিশ্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২ এএম, ১২ মে ২০২৩ শুক্রবার

রাশিয়া-ইউক্রেন শষ্যচুক্তি নবায়ন না হলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দেয়ার আশংকা করছেন বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাককেইন।

জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ১৮ মে শেষ হতে চলেছে। এক সাক্ষাৎকারে সিন্ডি বলেছেন, চুক্তিটি অবশ্যই নবায়ন হওয়া দরকার। ওই চুক্তির ফলে রাশিয়া কৃষ্ণসাগরে তাদের অবরোধ শিথিল করে যাতে ইউক্রেন থেকে সমুদ্রপথের নিরাপদ করিডোর দিয়ে খাদ্যবাহী জাহাজ চলাচল করতে পারে।

বৃহস্পতিার ইস্তাম্বুলে এ বিষয়ে বৈঠক হলেও চুক্তি নবায়ন হয়নি। চুক্তিটি যাতে নবায়ন হয় এজন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ডব্লিউএফপির প্রধান।    
 

এসবি/