ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

১৯৫৮ সালে করাচিতে প্রতিদিনই ঘটেছিল ক্ষমতার পালাবদল

ড. অখিল পোদ্দার

প্রকাশিত : ০৩:২২ পিএম, ১২ মে ২০২৩ শুক্রবার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শাহেদ আলীর উপর আক্রমন হয়েছিল ১৯৫৮ সালের ৭ অক্টোবর। এ ঘটনা বিশেষ প্রভাব ফেলেছিল পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মাঝে। শাহেদ আলীর মৃত্যুর প্রেক্ষাপটে ইস্কান্দার মির্জা পাকিস্তানে সামরিক শাসন জারি করেছিলেন। আর এ ঘটনার পর একের পর এক রাজনৈতিক দৃশ্যপট পাল্টায় পাকিস্তানের মসনদে। গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে ১৯৫৮ সালের ৭ অক্টোবর জারি হয় সামরিক শাসন। এর ২০ দিনের মাথায় ঘটে আরেকটি অভ্যুত্থান। যেটিকে বলে রক্তপাতহীন বিপ্লব। রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জাকে সরিয়ে প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল মুহাম্মদ আইয়ুব খাঁন ক্ষমতা দখল করেন।

১৯৫৮ সালের অক্টোবরের প্রথম সপ্তাহ ধরে পাকিস্তানের রাজধানী করাচিতে প্রায় প্রতিদিনই ঘটেছিল ক্ষমতার পালাবদল। প্রধানমন্ত্রী ফিরোজ খান নুনকে রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা বলেছিলেন, কেন্দ্রিয় মন্ত্রিপরিষদে যেনো আওয়ামী লীগের ক’জনকে রাখা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরামর্শে আওয়ামী লীগের ক’জন মন্ত্রী হিসেবে শপথও নিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান ছাড়াও  সেই তালিকায় ছিলেন জহিরউদ্দিন, নুরুর রহমান, দিলদার আহমদ, আদেলউদ্দিন আহমদ, আবদুর রহমান খান এবং আওয়ামী লীগের সমর্থক কংগ্রেসের পিটার পল গোমেজ।

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com