শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট শুরু আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪১ পিএম, ১২ মে ২০২৩ শুক্রবার | আপডেট: ১১:৫৩ এএম, ১৩ মে ২০২৩ শনিবার

দেশে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ হাসিনা আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩। ৩৩টি ব্যাংকের অংশগ্রহণে টুর্নামেন্টটি হবে।
শনিবার (১৩ মে) বিকেল ৪টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক। ২৭ মে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আর্মি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত লোগো উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
তিনি বলেন, ‘আমরা ব্যাংকাররা বাংলাদেশের প্রায় সব টুর্নামেন্টে সহযোগিতা করে থাকি। কিন্তু নিজেরা কখনো কোনো কিছু আয়োজন করতে পারিনি। এবার সাহস করে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে সেনাবাহিনীর সহযোগিতায় এই আয়োজন করতে যাচ্ছি। আশা করি আপনারা এতে সহযোগিতা করবেন।’
তিনি বলেন, ‘এই আয়োজন প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি উপহার।’
কেআই//