ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বরগুনায় চলছে মাইকিং

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৩ এএম, ১৩ মে ২০২৩ শনিবার

ঘূর্ণিঝড় মোখার সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদের সচেতন করার জন্য বরগুনায় মাইকিং করা হচ্ছে।

শুক্রবার রাত থেকে মেগাফোন নিয়ে মাইকিং প্রচার শুরু করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র বরগুনার স্বেচ্ছাসেবক বৃন্দ। 

ঘূর্ণিঝড়ের আগেই সকলকে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য প্রচারে বলা হচ্ছে। 

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ইতিমধ্যে বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে জেলা প্রশাসন। ৬৪২টি আশ্রয় কেন্দ্র এবং প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

এএইচ