ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ঘূর্ণিঝড়ের কারণে রাবিপ্রবি’র ক্লাস-পরীক্ষা স্থগিত

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৪ মে ২০২৩ রবিবার

ঘূর্ণিঝড় মোখার কারণে আজকের সকল ক্লাস-পরীক্ষা স্থাগিত করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।

রেজিষ্ট্রার মোহাম্মদ ইউসুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয় ১০নং মহাবিপদ সংকেত জারি হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু আসন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে এর সঙ্গে জড়িত সকলকে দায়িত্বরত অবস্থায়  থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শনিবার বিকাল থেকে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রবল বৃষ্টিপাত এবং পাহাড়ী ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এএইচ