ইসলামী উন্নয়ন ব্যাংকের নির্বাহী পরিচালক নির্বাচিত বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৭ এএম, ১৪ মে ২০২৩ রবিবার
ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) নির্বাহী পরিচালক বোর্ডের (বিইডি) একজন নির্বাহী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১০-১৩ মে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইএসডিবি’র ২০২৩ সালের বার্ষিক সভায় বাংলাদেশ এই পদে নির্বাচিত হয়েছে।
ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগ ২০২৪ থেকে শুরু হয়ে তিন বছরের জন্য। এই কনস্টিটুয়েন্সি’র অন্যান্য সদস্যের মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান ও মালদ্বীপ। পাকিস্তান ২০২০ সাল থেকে এই পদে কাজ করছিল এবং পরবর্তী মেয়াদে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল।
ইআরডি সচিব শরিফা খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ৩১(৩) অনুচ্ছেদের উদ্ধৃতি তুলে ধরে এই প্রস্তাবের বিরুদ্ধে যুক্তি দেখান। যাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, নির্বাচিত সদস্য দেশ তিন বছরের জন্য কাজ করবে এবং তারপরে বর্ণানুক্রমিকভাবে দায়িত্ব পালন করবে।
বিশদ আলোচনার পর বাংলাদেশ আইএসডিবি বোর্ডের নির্বাহী পরিচালক নির্বাচিত হয়।
এই বছরের সভার প্রতিপাদ্য ছিল ‘সঙ্কট নিরসনে অংশীদারিত্ব।’ বাংলাদেশ প্রতিনিধিদল বর্তমান ভূ-রাজনৈতিক সংকট মোকাবেলায় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে আইএসডিবি কর্তৃক তার সদস্য দেশগুলোকে ছাড়কৃত অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং অংশীদারিত্ব গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে।
প্রতিনিধি দলটি বিভিন্ন সভা ও সেশনে যোগদান করে এবং তারা আইএসডিবি’র প্রেসিডেন্ট ড. মুহাম্মদ সুলাইমান আল জাসের, আইএসডিবি গ্রুপের জেনারেল সেক্রেটারি ড. ঘাসান আল-বাবা, আইটিএফসি’র সিইও ও আইসিডি’র ভারপ্রাপ্ত সিইও মরিয়ম মানারথ মুনির, মালদ্বীপের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেন।
এছাড়াও, বার্ষিক সভা চলাকালীন আইএসডিবি’র সহযোগী সংস্থা, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) তাদের অংশীদারিত্বের ১৫ বছর উদযাপন করেছে। বৈশ্বিক বাজার থেকে জ্বালানি ক্রয় ও কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই সময়মতো ঋণ পরিশোধ করায় এবং আইটিএফসি থেকে দেশের নিয়মিত ঋণ গ্রহণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশকে ‘সবচেয়ে বড় অর্থায়ন অংশীদার’ পুরস্কারে ভূষিত করেছে।
আইএসডিবি বোর্ড অব গভর্নর্স গ্রামীণ এবং পেরি-আরবান হাউজিং ফাইন্যান্স প্রকল্পের জন্য ২৭০ মিলিয়ন ইউরো ঋণ অনুমোদন করেছে।
বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ইআরডি এবং রিয়াদে বাংলাদেশ মিশনের পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তা।
এএইচ