ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১৪ মে ২০২৩ রবিবার

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।  আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে বিদেশের মাটিতে সিরিজ জয়ের এটাই সুযোগ বাংলাদেশের সামনে। 

আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি দেখাচ্ছে না বাংলাদেশের কোনো টেলিভিশন। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে ফ্রিতেই ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ইউটিউবেও সরাসরি দেখা যাবে ম্যাচটি।

সিরিজ জয়ের মিশনে নামার আগে বড় দুঃসংবাদ শুনতে হয় বাংলাদেশকে। এই ম্যাচের আগের দিন চোটে পড়েছেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি। তাই সাকিবকে ছাড়াই সিরিজ জয়ের মিশনে নেমেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডেতে ফল পায়নি কোনো দলই। বৃষ্টির কারণে ম্যাচ হয় পরিত্যক্ত। দ্বিতীয়টি দেরিতে শুরু হলেও লড়াই চলে জমজমাট। ৪৫ ওভারে নেমে আসা ম্যাচটিতে আগে ব্যাট করে ৩১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। যা তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়তে হয় বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে শেষ ওভারে গিয়ে বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ফলে আজ আইরিশদের হারালেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে ফিরতে পারবে বাংলাদেশ।

এসবি/