মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১৪ মে ২০২৩ রবিবার
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্টমার্টিন দ্বীপের ঘরবাড়ি ও গাছপালাসহ বহু স্থাপনা। রোববার (১৪ মে) দুপুর ২টার দিকে সেন্টমার্টিন দ্বীপে আঘাত হানতে শুরু করে এই ঘূর্ণিঝড়। ঝড়ের তীব্রতায় উড়ে গেছে ঘরবাড়ির চালা। উপড়ে গেছে গাছগাছালি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে এখনো সেন্টমার্টিনে বাতাসের গতি অনেক বেশি। সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার সত্যতা যাচাই করা যায়নি।
সেন্টমার্টিনের মতো টেকনাফের বাহারছরা, সাবরাং ও শাহপরীরদ্বীপ উপকূল এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙেছে গাছগাছালি। এতে অনেক সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। তবে সেন্টমার্টিন ও টেকনাফের মতো বড় প্রভাব পড়েনি কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়ায়।
ঘূর্ণিঝড় মোখার মূল আঘাত হচ্ছে মিয়ানমারে। যে কারণে বাংলাদেশের জন্য ঝুঁকি অনেক কমেছে। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিতুয়ে অঞ্চল দিয়ে যাবে।
এসবি/