ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

ভোটে এগিয়ে এরদোয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১ এএম, ১৫ মে ২০২৩ সোমবার

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তবে তার ভোট সংখ্যা ৫০ শতাংশের নীচে নেমেছে।

বিবিসি জানায়, ৯৫ শতাংশ ব্যালট বাক্সের ভোট গণনা শেষ হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান এখন পর্যন্ত পেয়েছেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলুর পেয়েছেন ৪৪ দশমিক ৭৬ শতাংশ ভোট। 

ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। 

এদিকে, চূড়ান্ত স্বাক্ষরিত ব্যালট বাক্সের রিপোর্ট দেয়ার আগ পর্যন্ত ভোট গণনা কেন্দ্র ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন বিরোধী জোটের প্রার্থী কেমাল কুলুচদারুলু। 

তবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে রানঅফ নির্বাচন হবে। সে ক্ষেত্রে ২৮ মে হবে দ্বিতীয় দফার ভোট হবে। মাত্র ১০ শতাংশ ভোটগণনা বাকি থাকায় রানঅফ ভোটের সম্ভাবনা বাড়ছে।

এএইচ