ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

লেস্টারকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪ এএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারের আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল।

সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে অলরেডরা। প্রথম দিকে কয়েকটা সহজ সুযোগ নষ্ট করলেও ৩৩ মিনিটে এসে সফলতা পায় দলটি।

মোহাম্মদ সালাহর বাড়ানো বলে দলকে লিড এনে দেন কার্টিস জোন্স। তিন মিনিট পর আরও এগিয়ে যায় লিভারপুল। এবারও কার্টিস জোন্সের গোলে সহযোগিতা করেন সালাহ। 

বিরতির পর আরও এক গোল পায় ক্লপের শিষ্যরা। এবার মোহাম্মদ সালাহর হ্যাটট্রিক অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন আলেকজান্ডার আর্নল্ড। 

৩৬ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে লিভারপুল।

এএইচ