ফের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে অবৈধ বাস কাউন্টার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকার রাস্তার দুই পাশে গেল ৩ মে যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর সপ্তাহ পেরুতেই মহাসড়কে প্রায় শতাধিক বাস কাউন্টার ও কয়েকশ’ অবৈধ দোকানপাট বসিয়েছে একটি চক্র।
সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কের উপর প্রায় শতাধিক বাস কাউন্টার বসানো হয়েছে। এর ফলে মহাসড়কে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যানযট লেগেই থাকছে। এতে বেড়ে যায় জনদুর্ভোগ।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ টি আই সরফুউদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে এখানে অনেকগুলো বাস কাউন্টার ছিল আমরা একবার উচ্ছেদ করছি, আবারও উচ্ছেদ করা হবে।
সড়ক ও জনপথ বিভাগের ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন জানান, মহাসড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো প্রকার বাস কাউন্টার বসানোর অনুমতি দেওয়া হয় নাই।
মহাসড়কে যানজট সৃষ্টি করে এধরনের বাস কাউন্টার বসানোর বিষয়ে নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাদির জিলানীর বলেন, মহাসড়কে জ্যামের বিষয়টি আমার জানা ছিল না, দেখে ব্যবস্থা নিচ্ছি।
এএইচ