ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ সেপ্টেম্বরের মধ্যে: রেলমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৪:১৫ পিএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার
চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরেই ঢাকার সঙ্গে রেল যোগাযোগে কক্সবাজার যুক্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার সকালে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ট্রেনে কক্সবাজারে আসার জন্য সারাদেশের মানুষ ভীষণ আগ্রহী হয়ে আছে। কাজের সুবিধার জন্য প্রকল্প দুটি ভাগে বিভক্ত। সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে আগামী আগস্টের মধ্যে কাজ সম্পন্ন করে সেপ্টেম্বরে উদ্বোধনের জন্য তৈরি করা।
এটি চালু হলে দেশের পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন হবে উল্লেখ করে তিনি বলেন, সকলের জন্য গর্বের একটা বিষয় কক্সবাজার আইকনিক স্টেশন বিল্ডিং, যেটি পার্শ্ববর্তী কয়েকটি দেশের মধ্যে অন্যতম। এরকম স্থাপনা অন্য কোথাও নেই।
পরে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মোঃ শহিদুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক মোঃ মফিজুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এএইচ