ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে চান নগরবাসী (ভিডিও)

অপূর্ব রায়, গাজীপুর থেকে

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার | আপডেট: ০১:০৩ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার

গাজীপুর সিটি নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে চান নগরবাসী। নির্বাচন কমিশনও চায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট। এরইমধ্যে চারস্তরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। ৪৮০ কেন্দ্রের সবগুলোতেই বসবে সিসি ক্যামরা। 

২৫ মে সিটি নির্বাচনকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই নগরবাসীর। পথে-ঘাটে, চা-স্টলে সবার মুখে ভোটের কথা।

সাধারণ ভোটাররা চান অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ। নিরাপদে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা।

ভোটাররা জানান, যেন মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে এটা চাই। সেখানে যেন আইন-শৃঙ্খলা বাহিনী তাদের যথাযথ ভূমিকা নিরপেক্ষভাবে পালন করে।

নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৭ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশাসনের কাছে এখন পর্যন্ত প্রার্থীদের তেমন কোনো অভিযোগ নেই। পুলিশের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, “পুলিশের পাশাপাশি বিজিবি-আনসার বাহিনী থাকবে। ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।”

রিটার্নিং কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, “প্রত্যেকটা কেন্দ্রের সব কক্ষে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া এখানে গোয়েন্দা সংস্থার সদস্যদের বিভিন্ন স্তরে সাজানো হবে। ইতিমধ্যে আচরণবিধি দেখার জন্য ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।”

গাজীপুর সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটকেন্দ্র ৪৮০টি। মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটারের মধ্যে নারী ভোটার ৫ লাখ ৪৮ হাজার ৬৯৬ জন।

এএইচ