ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর ২ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার

বান্দরবানের রুমায় কেএনএফ সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও গুলিতে সেনাবাহিনীর ২ সেনা সদস্য নিহত এবং আহত হয়েছেন আরও ২ জন। 

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমায় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের আটক করতে সেখানে রওনা দেয় সেনাবাহিনীর টহল দল। পথিমধ্যে দুপুরের দিকে কুকি চিন ন্যাশনাল আর্মি কেএনএফ সন্ত্রাসীরা আইইডি বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। 

এতে দুইজন অফিসার ও  দুই জন সৈনিক আহত হয়। 

আহতদের উদ্ধার করে চট্টগ্রামে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। আহতরা চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এএইচ