ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

শার্শায় বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মি গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ৯ জন নেতা-কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের স্বজনেরা জানান, মঙ্গলবার রাতে তাদের বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় গ্রেফতার করা হয়। অপরদিকে আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। 

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শার্শা যুবদল নেতা আব্দুস সালাম, কাশিয়াডাঙ্গা গ্রামের আনছার আলীর ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান (৩৫), রামচন্দ্রপুর গ্রামের চেরাগ আলীর ছেলে যুবদল নেতা ইব্রাহীম কাজী (৪৫), গোগা কালিয়ানী গ্রামের গোলাম রসুল ঢালীর ছেলে জামায়াত কর্মি শাহ আলম (৪৫) ও একই গ্রামের মতলেব আলীর ছেলে মনিরুজ্জামান (৪১), সামটা গ্রামের বজলুর রহমানের ছেলে
ইস্রাফিল হোসেন বাবু ( ৪৮), বসন্তপুর গ্রামের তবিবর রহমানের ছেলে মহিদুল ইসলাম বাবলু (৫০), চালিতাবাড়িয়া গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে ওলিয়ার রহমান (৬০) ও রাড়িপুকুর গ্রামের রবিউল মোড়লের ছেলে জুয়েল হোসেন (৪০)।

এ ব্যাপারে শার্শা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির জানান, আগামী ২৭ মে বিএনপি‘র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরের বিএনপির সমাবেশে আসবেন। সে কারনে শার্শা, নাভারন, বেনাপোল ও বাগআঁচড়া এলাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠন বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই মুহুর্তে বিএনপি অগ্রগতিকে বাধাগ্রস্থ করতে ও নেতা-কর্মিদের ভয় দেখানোর জন্য কোন ঘটনা ছাড়াই পুলিশ ধর পাকড় শুরু করেছে। সেই সাথে জামায়াত নেতাকর্মীদের ও গ্রেফতার করছে।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা নাশকতা করতে বিভিন্ন পরিকল্পনা করছিল বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ সকালে নাশকতা মামলায় যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 
কেআই//