ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

বান্দরবানে মাইন বিস্ফোরণে যুবক নিহত, আহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার

বান্দরবানের রুমায় মাইন বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার সন্ধ্যায় রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সীমান্তবর্তী তামলং বম পাড়ায় পাহাড়ি রাস্তায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বিস্ফোরণে আহত দুজনকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে জুয়েল ত্রিপুরা মারা যান। আহত আব্রাহাম ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

হতাহতরা থানচির রেমাক্রি ইউনিয়নের বাসিরাম পাড়ার বাসিন্দা।

এএইচ