রাখাইনে মোখার তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ২০২ জন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার
মিয়ানমারে রাখাইনে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে। দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এই খবর জানায়।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঝড়ের প্রভাবে রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়েতে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সংকট। শহরটির প্রায় ৯০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তিন দিন পরও আন্তর্জাতিক সংস্থা কিংবা সরকারের কাছ থেকে কোনো সহায়তা পৌছেনি।
এমনকি বেশিরভাগ ক্ষতিগ্রস্থ এলাকায় যায়নি সরকারী উদ্ধারকারী দল। এদিকে অন্যদিকে রাখাইনের প্রতিবেশী সিন রাজ্যে মোখার আঘাতে ১২শয়েরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
এসবি/