সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, অনেক হতাহতের আশঙ্কা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ২১ মে ২০২৩ রবিবার
সুইজারল্যান্ডের পন্টস-ডি-মার্টেল এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর আরটিএনের।
শনিবার (২০ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে একটি পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়।
দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা হতাহতের সংখ্যার ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায়নি ।
সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফো বলছে, কী ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে, কর্তৃপক্ষ সে ব্যাপারেও কিছু জানায়নি।
পুলিশের ওই মুখপাত্র স্থানীয় বার্তা সংস্থা কিস্টোন-এটিএসকে বলেছেন, ‘আমরা প্রথমে নিহতদের পরিবারকে বিমান বিধ্বস্তের ব্যাপারে জানাব। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।’
পাহাড়ে বিমান বিধ্বস্তের স্থানে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী পরিষেবা এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সাময়িকভাবে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
এমএম/