ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

বরিশালে ২৫ লাখ রেনুপোনাসহ আটক ২

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২১ মে ২০২৩ রবিবার

বরিশালে ড্রামভর্তি ২৫ লাখ নিষিদ্ধ গলদা চিংড়ির রেনুপোনাসহ ২ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিনের নেতৃত্বে দপদপিয়া ব্রিজের টোল প্লাজা এলাকায় কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি ট্রাককে অভিযান পরিচালনা করে ৫৫টি ড্রামভর্তি এই রেনুপোনা জব্দ করা হয়।

এসময়ে চালক ইব্রাহীম ও হেলপার রাব্বিকে আটক করা হয়।

পরে পুলিশ সুপার কফিল উদ্দিনের উপস্থিতিতে কৃতনখোলা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

এএইচ