চেলসিকে হারিয়ে সিটির শিরোপা উদযাপন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৭ পিএম, ২২ মে ২০২৩ সোমবার
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ঘরের মাঠে শিরোপা উদযাপন করলো ম্যানচেস্টার সিটি।
এর আগে শনিবার নাটিংহ্যামের কাছে আর্সেনাল হেরে যাওয়াতইে টানা তৃতীয় শিরোপা নিশ্চিত হয়ে যায় সিটিজেনদের। তাই চেলসিরে বিপক্ষে ম্যাচটি ছিল পেপ গার্দিওলার শিষ্যদের শিরোপা উদযাপনের মঞ্চ।
চ্যাম্পিয়নের বেশে প্রতিপক্ষের দেয়া গার্ড-অব-অনারে চিরচেনা ইতিহাদ স্টেডিয়ামে নামে ম্যানচেস্টার সিটি।
একাদশে বেশকিছু পরিবর্তন এনে আগ্রাসী ফুটবল খেলতে না পারলেও ধুঁকতে থাকা চেলসিকে ঠিকই হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। সিটির জার্সিতে এই নিয়ে ৯ গোল করলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার।
বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে গেলেও কোন দলই আর গোলের দেখা পায়নি। ফলে শেষের বাঁশি বাজতেই ট্রফি নিয়ে বুনো উদযাপনে মাতে সিটিজেনরা।
ক্লাবের ইতিহাসে এনিয়ে ৯ বার শিরোপার স্বাদ পেল ম্যানসিটি।
এএইচ