প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতার নামে মামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২২ মে ২০২৩ সোমবার | আপডেট: ০২:০১ পিএম, ২২ মে ২০২৩ সোমবার
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় আসামিকে গ্রেফতার করা হয়েছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট। এ ঘটনায় ওই নেতার নামে মামলা হয়েছে হাইকোর্টকে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার।
এ’সময় আদালত ওই আসামিকে গ্রেফতার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অবহিত করতে বলেন।
রাজশাহীর পুলিশ সুপার বলেন, সন্ত্রাসবিরোধী আইনে ওই নেতার নামে মামলা হয়েছে। তবে এখনও আসামি গ্রেফতার হয়নি।
শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
বক্তব্যের ২২ সেকেন্ডের একটি ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।
এএইচ