দ্বিতীয় দফার ভোটে এরদোয়ানকে সমর্থন দিলেন সিনান ওগান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৬ এএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার
তুরস্কে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে সমর্থন করার কথা ঘোষণা দিয়েছেন প্রথম দফায় তৃতীয় স্থান অধিকারী সিনান ওগান। এই সমর্থনের ফলে আগামী ২৮ মে দ্বিতীয় দফায় ভোটে এরদোয়ান এগিয়ে যাবেন বলে বলছেন বিশ্লেষকরা।
আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোগানকে সমর্থন করার কথা ঘোষণা করেন সিনান। দ্বিতীয় দফার নির্বাচনে এরদোগানকে সমর্থন করার জন্য নিজের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সিনান ওগান বলেন, দেশ ও জাতির জন্য এমনটা ভালো হবে বলেই তিনি এই সিদ্ধান্ত নেন।
এই সমর্থনের ফলে এরদোয়ানের পক্ষে জয় আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। এরদোগান না কেমাল কিলিচদারুগলু, কে আগামী পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হবেন তা ওই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।
তুরস্কের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ৫০ শতাংশ ভোট পেতে হয়। কিন্তু কেউই প্রয়োজনীয় ভোট না পাওয়ায় প্রেসিডেন্ট নির্বাচন রানঅফে গড়ায়। আগামী ২৮ মে দেশটিতে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে শেষ হাসি কে হাসবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
গত ১৪ মে তুরস্কে প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়। ভোটে তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে এরদোয়ান পান ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কিলিচদারুগলু পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ। আর ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন সিনান।
এএইচ