ইবির ছাত্রী হলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন
ইবি প্রতিনিধি
প্রকাশিত : ১০:০৩ এএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো আবাসিক তিন ছাত্রী হলে ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এতে হাতের মুঠোয় স্যানিটারি ন্যাপকিন সেবা পেতে যাচ্ছেন প্রায় সহস্রাধিক নারী শিক্ষার্থী।
সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের দ্বিতীয় তলায় অবস্থিত টিভি কক্ষে ভেন্ডিং মেশিন উদ্বোধনপূর্বক যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে ‘কান্ডারি ও ক্যাপ’।
এসময় খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স, বাংলাদেশ ব্রাঞ্চের হেড অফ কর্পোরেট ব্র্যান্ডিং মাহমুদুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. শেলীনা নাসরিন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. দেবাশীষ শার্মা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. মিয়া মো. রাসিদুজ্জামান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার প্রমুখ।
প্রধান অতিথি মাহমুদুল হাসান বলেন, গ্রামের অনেক ইয়ুথ আছে যারা অনেক ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত কিন্তু ফান্ডিংয়ের অভাবে কাজ করতে পারেন না। তাদের কথা চিন্তা করেই আমরা ২০১৭ সালে বাংলাদেশে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ প্রোগ্রামটি শুরু করি। এই প্রোগ্রামের মাধ্যমে ইবির তিনটি হলে ভ্যান্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। আশা করি, এটি আপনাদের অনেক উপকারে আসবে।
অনুষ্ঠানে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম (ক্যাপ)’র সভাপতি সিয়াম মির্জা বলেন, আমাদের ক্যাম্পাসে ছাত্রী হলে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন প্রাপ্তি সহজলভ্য ও সার্বক্ষনিক প্রাপ্তি নিশ্চিত করতে ক্যাপ ২০২০ সালে ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। দীর্ঘদিনের প্রচেষ্টা অবশেষে সফলতার মুখ দেখেছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. শেলীনা নাসরিন বলেন, ক্যাপের সদস্যরা বছর কয়েক আগে হলগুলোতে ভ্যান্ডিং মেশিন বসানোর উদ্যোগ নিয়েছিল। যা করোনায় দীর্ঘসময় ক্যাম্পাস বন্ধ থাকার কারণে সম্ভব হয়নি। তবে এটি এখন হাতের নাগালে আসলো। আশা করি, ছাত্রীরা যখন এটি ব্যবহার করবে তখন নিজেদের মধ্যে সচেতনতা থাকবে।
সভাপতির বক্তব্যে ইয়াসমিন আরা সাথী বলেন, মেনোপজ প্রকৃতির একটি স্বাভাবিক বিষয়। বাইরের দেশে যখন নারীদের মেনোপজ হয় তখন তারা আপসেট থাকে কিন্তু আমাদের দেশের নারীদের যখন হয় তখন তারা দারুণ খুশি। এই বোধের জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আশা করি, এলজির এই সহযোগিতা আমাদের মেয়েদের অনেক উপকারে আসবে।
অনুষ্ঠান শেষে হলটির নীচ তলায় ফিতা কেটে মেশিন উদ্বোধন করা হয়।
প্রসঙ্গত, ক্যানার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সেচ্ছাসেবী সংগঠন । মেয়েদের হলে স্যানিটারি ন্যাপকিনের সহজলভ্যতা নিশ্চিতের লক্ষ্যে এলজি কোম্পানির সার্বিক সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করে তারা।
এএইচ