ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সকালে খালি পেটে এক বাটি পাকা পেঁপে, সারবে কোষ্ঠকাঠিন্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

পেঁপে দেখলেই অনেকে নাক সিঁটকোন, আবার পেঁপের পুষ্টিগুণের জন্য অনেকেরই অতি প্রিয় ফল এটি। বিভিন্ন ভিটামিন এবং খনিজের প্রাকৃতিক উৎস পাকা পেঁপে। চিকিৎসক থেকে পুষ্টিবিদ, সকলেই রোজের খাদ্যতালিকায় পাকা পেঁপে রাখার পরামর্শ দেন। পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ই, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ফাইবার। আর এই ফলে ক্যালোরির পরিমাণও খুব কম। স্বাদে মিষ্টি হলেও, সুগার রোগীদের এই ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। যারা পেটের রোগে ভোগেন, তাদের ক্ষেত্রেও এই ফল বেশ উপকারী।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে এক বাটি পাকা পেঁপে খেলে নানা শারীরিক উপকার পাওয়া যায়। জেনে নিন, খালি পেটে পেঁপে খাওয়ার উপকারিতা

কোষ্ঠকাঠিন্য সারায়:

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পাকা পেঁপে ভাল কাজ করে। পেঁপে ফাইবার সমৃদ্ধ, যা কোষ্ঠকাঠিন্য সারায় এবং স্বাভাবিক মলত্যাগে সাহায্য করে। সকালে খালি পেটে পাকা পেঁপে খেলে পাচনতন্ত্র সুস্থ থাকবে এবং পেটের বিভিন্ন সমস্যাও দূর হবে। অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা কমাতেও সহায়ক এই ফল। ওজন কমাতে সাহায্য করে খালি পেটে পাকা পেঁপে খাওয়া ওজন কমাতে সাহায্য করে। এতে ক্যালোরির পরিমাণ খুবই কম, আর ফাইবার থাকে প্রচুর পরিমাণে। যার ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। ঘন ঘন খিদেও পায় না।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:

ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পাকা পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যার ফলে বিভিন্ন সংক্রমণ এবং রোগভোগের ঝুঁকি কমে। তাছাড়া, প্রতিদিন সকালে খালি পেঁপে খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়।

হার্ট সুস্থ রাখে:

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে ডায়াবেটিস, স্থূলতা ও হৃদরোগের সম্ভাবনা বাড়ে। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। পেঁপের ফাইবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এ ছাড়া, পাকা পেঁপেতে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। হার্ট সুস্থ রাখতে প্রতিদিন সকালে খালি পেটে পাকা পেঁপে খান।

ত্বকের জেল্লা ফেরে: পাকা পেঁপে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও খুব উপকারী। শরীরকে ডিটক্স করে, যে কারণে ত্বকের বিভিন্ন সমস্যা কমে। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের কোষ মেরামত করে। এ ছাড়া, পেঁপেতে থাকা লাইকোপিন ব্রণ, পিগমেন্টেশন, বলিরেখা এবং ফাইন লাইনস-এর সমস্যা দূর করে।

সূত্র: বোল্ডস্কাই

এসবি/