আট মামলায় আগাম জামিন পেলেন ইমরান খান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪০ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খানকে আট মামলায় আগাম জামিন দিয়েছেন দেশটির আদালত।
মঙ্গলবার (২৩ মে) ইমরান খানের আবেদনের শুনানি শেষে আগামী ৮ জুন পর্যন্ত সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন মঞ্জুর করেন ইসলামাবাদের আদালত।
এদিকে, আল কাদির ট্রাস্ট মামলায় ৩ মে পর্যন্ত জামিন পেয়েছেন ইমরানের স্ত্রী বুশরা বিবি। এই মামলায় বুশরার জামিনের মেয়াদ আজ শেষ হওয়ার কথা। বিচারক বুশরা বিবিকে ৩১ মে পর্যন্ত জামিন দেন।
মামলাগুলোতে গ্রেপ্তারের শঙ্কা জানিয়ে টুইট করেছিলেন ইমরান খান। টুইটে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।
ইমরান খানকে গ্রেপ্তার নিয়ে কিছুদিন ধরেই উত্তাল পাকিস্তানের রাজনীতি। দেশজুড়ে সহিংস বিক্ষোভে এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে অন্তত আটজনের।
এএইচ