ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

বিপুল পরিমাণ ইয়াবাসহ কাভার্ডভ্যান চালক ও সহযোগী আটক

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার

বাগেরহাটে চার হাজার পিস ইয়াবাসহ কাভার্ডভ্যান চালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) গভীর রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড় থেকে মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সী নামের কাভার্ডভ্যান তল্লাসি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। 

ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি মিনারেল ওয়াটার নিয়ে খুলনা যাচ্ছিল।

আটক কাভার্ডভ্যান চালক মো. আইয়ুব আলী হাওলাদার (৪৩) ঝালকাঠি জেলা সদরের মুরাসাতা এলাকার মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে। চালকের সহযোগী রুবেল হোসেন (২৫) বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটির খালকুলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। 

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, গোপানে সংবাদের ভিত্তিতে খুলনাগামী মিনারেল ওয়াটার বহনকারি মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সী নামের কাভার্ডভ্যান আটক করা হয়। গাড়ির ভেতর তল্লাশী করে চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চালক ও সহযোগিকে গ্রেপ্তার করা হয়েছে।

এএইচ