ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিরাজগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে ৪ জনের ১০ বছর কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার

সিরাজগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে ৪ জনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

সিরাজগঞ্জ জজশীপের বিশেষ ট্রাইব্যুনাল-৪ ও যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা জাহান এই রায় প্রদান করেন। 

দণ্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলেন-সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গাছচাপড়ী গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম তমছের ও মেঘুল্লা গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মো. আসাদুল এবং এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের মৃত জয়নাল সেখের ছেলে মো. দুলাল সেখ ও দেওয়ান তলা বেতিল চর গ্রামের সেরাজ উদ্দিনের ছেলে মোঃ জাকির হোসেন। 

তবে আসামীরা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারী  রাত পৌনে ১০টার সময় অস্ত্র বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রী কলেজ গেইটের সামনে থেকে প্রত্যেককে  দেশীয় পাইপগান সহ আটক করে। পরে পুলিশ বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। 

রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোঃ রফিকুল ইসলাম এবং আসামী পক্ষে কৌশুলী মোঃ জামাল উদ্দিন।

এমএম/