ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

গাজীপুরে ভোট শেষে চলছে গণনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার

কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা।

ভোটগ্রহণ হয়েছে ৪৮০টি কেন্দ্রে। এ নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নেন ৩৩৩ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী রয়েছেন।

এই সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এমএম/