ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

ঘুরতে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার

যশোরে ঘুরতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় ‘প্রেমিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল ইসলাম চৌধুরী।

আটকরা হলেন, ওই ইউনিয়নের জগহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাকিব (২৮), একই গ্রামের সাজুল ইসলামের ছেলে বাচ্চু (৩২) ও কমলাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মহাব্বত।  

ভূক্তভোগী নারীর অভিযোগের বরাতে পরিদর্শক (তদন্ত) শফিকুল জানান, সাকিবের সঙ্গে ২০ বছর বয়সী ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ওই নারীকে নিয়ে যান সাকিব। এরপর বিভিন্ন জায়গায় ঘোরার পর সন্ধ্যায় তরুণীকে গ্রামের একটি ক্ষেতে নিয়ে সাকিবসহ চারজন সংঘবদ্ধ ধর্ষণ করেন।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা খবর দিলে নারীকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ। 

পরিদর্শক শফিকুল আরও জানান, পরে অভিযান চালিয়ে সাকিব, বাচ্চু ও মহাব্বতকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 
কেআই//