দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নিহত ২
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৮ মে ২০২৩ রবিবার | আপডেট: ১১:৪৭ এএম, ২৮ মে ২০২৩ রবিবার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ৪ যাত্রী।
রোববার সকাল সাড়ে ৮টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে এ ঘটনা ঘটে। আহতদেরকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের যাত্রী দাউদকান্দির ভবানীপুরের কৃষক বাদশা মিয়া ও কেতন্দি গ্রামের দুলাল মিয়া।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় সড়কে চলাচলকারী দাউদকান্দিগামী মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে দু’জনের মৃত্যু হয়েছে।
নিহত দুই ব্যক্তির মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
এএইচ