ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কানে স্বর্ণপাম জিতলেন ফ্রান্সের নারী নির্মাতা জাস্টিন ত্রিয়েত

আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৮ মে ২০২৩ রবিবার | আপডেট: ০৪:৫৪ পিএম, ২৮ মে ২০২৩ রবিবার

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে স্বর্ণপাম জিতলেন ফ্রান্সের নারী নির্মাতা জাস্টিন ত্রিয়েত। অ্যানাটমি অব অ্যা ফল সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কোজি ইয়াকসু। আর সেরা অভিনেত্রী মেরভি ডিজদার। 

জাঁকজমকপূর্ণ আয়োজন আর মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। এবার উৎসবে স্বর্ণপাম জয়ের লড়াইয়ে ছিল ২০টি চলচ্চিত্র এবং একটি প্রামাণ্যচিত্র। 

এবছর পাম দি’অর তথা স্বর্ণপাম জয় করেছে ’অ্যানাটমি অব আ্য ফল’। তৃতীয় নারী নির্মাতা হিসেবে কানের ইতিহাসে জাস্টিন ত্রিয়েত এই পুরস্কার অর্জন করলেন। 

সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পট অউ ফেউ-এর নির্মাতা ত্রান অ্যান হুং। তিনি ভিয়েতনামি বংশোদ্ভূত ফরাসি নির্মাতা। 

সেরা অভিনেতা হয়েছেন জাপানের কোজি ইয়াকস। উইম ওয়েন্ডাস্রের পারফেক্ট ডে’স সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন।

নুরি বিলগে জিলানের অ্যাবাউট ড্রাই গ্রাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন তুরস্কের মেরভি ডিজদার। 

৭৬তম এই আসরের শেষ দিনেও বিশ্বখ্যাত তারকাদের পদচারণায় মুখর ছিল ফ্রান্সের কান সমুদ্র সৈকত। নিজের নতুন সিনেমা কেনেডি’র প্রচারে উৎসবে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। 

এসবি/