বিছিন্নতাবাদী সংগঠনের হুমকিতে থানচিতে আশ্রয় নিয়েছে ১১ পরিবার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ২৮ মে ২০২৩ রবিবার
বিছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সদস্যদের নির্যাতন ও লাগাতার হুমকিতে ভীত হয়ে দুপুরে বান্দরবানের থানচিতে আশ্রয় নিয়েছে ১১টি পরিবার।
তাদের আশ্রয়ের জন্য মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয় প্রশাসন। পরিবারগুলো রুমার ৩ নম্বর রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বাকলাই পাড়ার বাসিন্দা।
৩২ জনের এই দলটির মধ্যে ১০ জন পুরুষ, ১৩ জন নারী ও ৯ শিশু রয়েছে। তারা জানান, ৬ মাস ধরে কুকিচিন ও আইনশৃংখলা বাহিনীর গোলাগুলির মধ্যবর্তী স্থান বাকলাই পাড়াতে তারা ছিলেন।
আতঙ্কিত হয়ে দীর্ঘদিন বনে-জঙ্গলে পালিয়ে থেকে গত শনিবার সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো’র সহযোগিতায় তারা থানচি সদরে চলে আসেন।
পরিস্থিতির শান্ত না হওয়া পর্যন্ত এই ১১টি পরিবার এই বিদ্যালয়েই থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর।
এসবি/