ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আকাশে উড়লো চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০২ পিএম, ২৮ মে ২০২৩ রবিবার

আকাশে উড়লো চীনের তৈরি করা প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। এরমধ্য দিয়ে বিমান চলাচলে এয়ারবাস ও বোয়িং-এর একক আধিপত্যে ভাঙ্গন ধরালো চীন।

স্থানীয় সময় রোববার সকালে ১শ’৩০ জন যাত্রী নিয়ে সাংহাই থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় সি-৯১৯ মডেলের বিমানটি। সময় লাগে ৩ ঘণ্টা।

কর্মাশিয়াল এভিয়েশন করপোরেশন অব চায়না-কোমাক-এর তৈরি বিমানটিতে ১৬৪ সিট রয়েছে। তবে বিমানের সিট এবং ইঞ্জিন পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করা হয়েছে।

এদিকে এরইমধ্যে ১২শ’ বিমান তৈরির অর্ডার পেয়েছে কোমাক। প্রতিষ্ঠানটি বলছে, পাঁচ বছরের মধ্যে বার্ষিক ১৫০টি বিমান তৈরির পরিকল্পনা তাদের।

এসবি/