ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

এনায়েতপুরে বিউটি হত্যার ৫ বছর পর পিবিআইয়ের রহস্য উদঘাটন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার | আপডেট: ০৮:১৫ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার

সিরাজগঞ্জের এনায়েতপুরের খোকশাবাড়ি ঝুড়িপট্টির চাঞ্চল্যকর বিউটি খাতুন হত্যার ৫ বছর পর পিবিআই রহস্য উদঘাটন করেছে। এ ঘটনায় পরকীয়া  প্রেমিক স্বপন ব্যাপারীসহ ৩ হত্যাকারীকে আটক করা হয়েছে।

আটক স্বপন খুকনী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। অপর দুজন হলেন নিহত বিউটির খালু স্থল ইউনিয়নের কোচগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন ও তার দ্বিতীয় স্ত্রী আন্না বেগম। 

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এতথ্য জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

তিনি ও নিহতের পরিবার জানান, খোকশাবাড়ি গ্রামের সাচ্চু মিয়ার মেয়ে বিউটি খাতুনের সাথে কোচগাঁও গ্রামের মোঃ আব্দুল্লাহের ২০১৪ সালে বিয়ে হয়।

এরপর স্বামীর সাথে বিউটির বনিবনা না হওয়ায় ২০১৭ সালে বিউটি বাবার বাড়ি চলে আসে ও পরের বছর ফেব্রুয়ারি মাসে ডিভোর্স। সম্পন্ন হয়। 

তখন বিউটির পরিবারের সাথে এবং এক পর্যয়ে বিউটির সাথেও সু-সম্পর্ক তৈরি হয় স্বপনের। এক পর্যয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বিউটি। এরপর বিয়ের জন্য সে চাপসৃষ্টি করলে স্বপন ক্ষিপ্ত হয়ে আন্নার সাথে ৫০ হাজার টাকায় হত্যার পরিকল্পনা করে।

খালু মমিন, খালা আন্না ও পূর্ব প্রেমিক ওমর ফারুক মিলে গত ২০১৮ সালের ১৩ মে রাত সাড়ে ১১টায় নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে থাকাবস্থায় বিউটিকে শ্বাসরোধে হত্যা করে। 

এসবি/কেআই