বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্তর মৃত্যুবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৫ এএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার
শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালে তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
১৯৫৪ খ্রিস্টাব্দে ঢাকার নাখালপাড়ায় মধ্যবিত্ত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. ইমামুল কবীর।
বীর মুক্তিযোদ্ধা শান্ত মাত্র ১৭ বছর বয়সে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা- পরবর্তী সময়ে তিনি প্রতিষ্ঠা করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লি., শান্ত-মারিয়াম ফ্যাশনস লি., দৈনিক আজকের প্রত্যাশা, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ইনস্টিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্ত নিবাস নামক শিশু ও বয়স্ক পুনর্বাসন কেন্দ্রসহ সমাজসেবা ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান।
এসবি/