ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

কয়লা সংকটে বন্ধের পথে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার | আপডেট: ১২:১৮ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার

কয়লা সংকটে পাঁচদিন ধরে বন্ধ রয়েছে পটুয়াখারীর পায়রা তাপবিদুৎ কেন্দ্রের একটি ইউনিট। বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে তা দিয়ে দ্বিতীয় ইউনিট চলবে আগামী ৩ জুন পর্যন্ত। 

ডলার সংকটে কয়লার ৩৯০ বিলিয়ন ডলার পরিশোধ করতে না পারায় সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে এ বিদ্যুৎ কেন্দ্রটি।

কেন্দ্রটির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০২০ সালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। কেন্দ্রটি চালানোর জন্য কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে চায়না ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। 

এপ্রিল পর্যন্ত কয়লার ৩৯০ মিলিয়ন ডলার বকেয়া বিল পরিশোধ না করায় কয়লা সরবরাহ বন্ধ করে দেয় সিএমসি। এতে কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। 

তবে সরকার ১০০ মিলিয়ন ডলার ব্যবস্থা করে দিচ্ছে। এতে নতুন করে কয়লা আমদানি শুরু হলেও কয়লা আসতে সময় লাগবে আও ২৫ দিন । তাই ৪ জুন থেকে বন্ধ থাকবে পুরো বিদ্যুৎ উৎপাদন।

এএইচ