আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের মাঝে হুইল-চেয়ার ও গাছের চারা বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৭:৩০ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার
ময়মনসিংহের ভালুকায় ৩২৪টি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে হুইল চেয়ার, ফলজ গাছের চারা, হাঁস-মুরগী বিতরণ করা হয়েছে।
গতকাল (২৯ মে) সোমবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে পুনর্বাসিতদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ শেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু এসব উপকরণ বিতরণ করেন।
এর আগে আলোচনা সভায় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা তাদের আলোচনায় সরকারের গৃহিত এই প্রকল্পের প্রশংসা করে তাদের পুনর্বাসন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির বিষয়টি যুগোপযোগী বলে মন্তব্য করেন।
এর আগে গত দশ দিনে গবাদিপশু ও হাঁস-মুরগী পালন, সমন্বিত কৃষি, মৎস্য চাষ, সেলাই ও টেইলারিং এবং হস্তশিল্প বিষয়ক কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হয়।
কেআই//