টাঙ্গাইলে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫১ পিএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার
টাঙ্গাইলের মধুপুরে বাস চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন জেলার ধনবাড়ী উপজেলার পাইটকা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৪০), তার স্ত্রী ছাহেরা বেগম (৩৫), তাদের ছেলে সিয়াম (৪) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ভ্যানচালক ফরহাদ (৩৫)।
মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাউল কবির বলেন, মধুপুর থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের সাথে মধুপুরগামী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আর হাসপাতালে আরেক শিশুর মৃত্যু হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ঘটনাস্থলে অটোভ্যানের স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেআই//